মশিউর রহমান সেলিম, জেলা দক্ষিন প্রতিনিধি, কুমিল্লা।
জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমি এখানে জামায়াতের পক্ষে কথা বলার জন্য দাড়াইনি। বিগত ১৬বছর অত্যাচারিত, নির্যাতিত ও গুম খুনের শিকার হয়েছে আমি তাদের পক্ষে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। এদেশে পুরানো বস্তা পচা বন্দোবস্ত নিয়ে আর কিছু চলবে না। অতীতের সেই বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আমরা এদেশে নতুন রাজনীতি নিয়ে আসবো। যেখানে পরিবারতন্ত্র আর স্বৈরতন্ত্রের রাজনীতি থাকবেনা। আমরা ১১ দলীয় জোটের বিজয়ের মাধ্যমে দেশের ১৮কোটি মানুষের বিজয় চাই।
জামায়াত আমীর গনভোট প্রসঙ্গে বলেন গনভোট মানেই আজাদী আর না ভোট হলো গোলামী। আসন্ন ১২ই ফ্রেবুয়ারী জাতীয় নির্বাচনে ১ম হবে হ্যাঁ ভোট এরপর সরকার গঠনে দাঁড়িপাল্লা প্রতিকের ভোট। এদেশে ৫৪ বছর জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদ চাপিয়ে দেয়া হয়েছে। জনগনের কাছে দেয়া আমাদের অঙ্গিকার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা একটি ইনসাফ কায়েমকারী রাষ্ট্র গঠনে অঙ্গিকারবদ্ধ। সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রসীদের যে কোন মুল্যে রুখে দিতে হবে।
জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে কয়েক দিনের মাথায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের হাত-পা অবশ হয়ে যাবে। একটি দল সারা দেশে জামায়াত মহিলা কর্মীদের হেনস্তা ও হত্যা-খুনের রাজনীতি শুরু করেছে এ ছাড়া জামায়াতের নির্বাচনী অফিস, ব্যানার-পেস্টুন ভাংচুর করে চলেছে। আমরা জনগনের কাছে বিচার দিলাম।
তিনি শুক্রবার বিকেলে কুমিল্লা-৯ আসনে (লাকসাম-মনোহরগঞ্জ) ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াত নেতা ডঃ সৈয়দ একে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকির সভাপতিত্বে লাকসাম পৌরসভা জামায়াত এবং ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাসনে জামায়াত আমির বলেন, ১২ই ফেব্রুয়ারী সারা দিন জনগনের ভোটের পাহরাদার হবেন আপনারা। ভোট আপনাদের গনতান্ত্রিক অধিকার, আমরা বাক্স পযর্ন্ত সকল ভোটারদের কেন্দ্রে পৌছে দিতে ছাই। নির্বাচনের পরদিন আমরা একটি অভিসাফ মুক্ত দেশ গড়তে ছাই। তিনি স্থানীয় নেতা-কর্মীদের দাবী দাওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের ভুলনীতি ও লুটপাটে একের পর এক সকল সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করেছে। জামায়াত রাষ্ট্র ক্ষমতা ফেলে সকল সেক্টরে সংস্কার করা হবে। বিশেষ করে এ দেশের যুবসমাজকে কর্মসংস্থানের মাধ্যমে সম্মানীত করতে চাই। এ অঞ্চলের সকল দাবী দাওয়া পুরন করা হবে। জুলাই বিপ্লবে তাদের যে অবদান কিছুটা হলেও তাদের ঋণ শোধ করতে ছাই।
উপজেলা জামায়াত সেক্রেটারী জুবায়ের ফয়সালের সঞ্চালনায় এ সময় জামায়াত সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, ছাত্র শিবির সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, জেলা দক্ষিন জামায়াত আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, জামায়াত নেতা ও লাকসাম বনিক সমিতির সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন, উপজেলা জামায়াত আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌর আমীর জয়নাল আবেদিন পাটোয়ারী, জামায়াত নেতা অধ্যাপক রেজাউল করিম, ডাকসু ভিপি সাদিক কাইয়ুম, পৌরসভা জামায়াত সেক্রেটারী মাওলা শহিদুল ইসলাম সহ কেন্দ্রীয়, জেলা-উপজেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে শেষে জামায়াত আমীর কুমিল্লা-৯ জামায়াত প্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী ও কুমিল্লা-১০ ইয়াছিন আরাফাত কে পরিচয় এবং দুই প্রার্থীর হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।


