Saturday, April 27, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকশেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে ইইউ

শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে ইইউ

জোটের সব সদস্য মিলে প্রথমবারের মতো ইউক্রেনে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এ সময় রাশিয়ার আগ্রাসনে শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার জোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিনিধিরা। সোমবার ওই বৈঠকের আগেই ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গণমাধ্যমে এ ঘোষণা দেন।

বেরোল বলেছেন, ‘আমরা এখানে ইউক্রেন, প্রার্থী দেশ এবং ইইউ-এর ভবিষ্যৎ সদস্যদের মধ্যে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটি ঐতিহাসিক বৈঠক আহ্বান করছি। আমরা এখানে ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সংহতি ও সমর্থন প্রকাশ করতে এসেছি।’ গুরুত্বপূর্ণ এ বৈঠকে ২৭ ইইউ সদস্য দেশের মধ্যে ২৩টিই তাদের পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছে। বাকি ৪ দেশ পাঠিয়েছে শীর্ষস্থানীয় কর্মকর্তা। সিএনএন।

দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকপ্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা কিয়েভে আছেন। লাটভিয়ান এবং সুইডিশ রাষ্ট্র সচিবসহ পোল্যান্ডের উপমন্ত্রী এবং হাঙ্গেরির ডেপুটি স্টেট সেক্রেটারিও রাজধানীতে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের শাটডাউন বিল এবং স্লোভাকিয়া নির্বাচন শেষে ইউক্রেনে যুদ্ধ সহায়তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। 

এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে ‘অপ্রতিরোধ্য সমর্থনে’ আশ্বস্ত করেন। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সোমবার ইউক্রেনকে বিশেষভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনের একটি শীতকালীন প্রতিরক্ষা পরিকল্পনার প্রয়োজন। বিমান প্রতিরক্ষা, জেনারেটর এবং শক্তি সরবরাহ শক্তিশালীকরণের দিকে নজর দিতে হবে। আমরা গত শীতে দেখেছি যে রুশ প্রেসিডেন্ট এই যুদ্ধে নৃশংস উপায়ে যুদ্ধ চালাচ্ছেন। বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা চালিয়েছেন।’

ইউক্রেনকে ছেড়ে যাব না: বাইডেন 

যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে শনিবার কংগ্রেসে বিল পাশ করা হয়। আগামী ৪৫ দিনে গঠিত তহবিল বিলে ইউক্রেনকে সহায়তার কোনো উল্লেখ নেই। দেশটির বিরোধীদল রিপাবলিকানও দেশটিকে সাহায্যের ঘোরবিরোধী। তবে অর্থ সংকটে থাকা যুক্তরাষ্ট্র এখনো পাশে থাকবে ইউক্রেনের। এ ব্যপারে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৮০)। রোববার হোয়াইট হাউজে এ মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমরা কোনো অবস্থায়ই ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমি আমেরিকান মিত্রদের আশস্ত করতে চাই যে আপনারা আমাদের সমর্থনের ওপর নির্ভর করতে পারেন, আমরা সরে যাব না।’ বিবিসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments