Thursday, October 3, 2024
Google search engine
Homeআইন-আদালতলাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত !

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত !

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছে।

২ অক্টোবর সোমবার রাত ৮ টার দিকে লাকসাম দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেলক্রসিংয়ে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন গনিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

সে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ীর সাবেক শিক্ষক সুলতান আহমদের ছেলে।

লাকসাম (জিআরপি) থানার ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথে’র দৌলতগঞ্জ রেল স্টেশনের দক্ষিণে একটি রেলক্রসিং।

সাইফুল ইসলাম রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটরসাইকেল রেখে সে পূর্ব পাশে রেললাইন অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments