Monday, March 10, 2025
Google search engine
Homeজাতীয়বরিশালের ২১ আসন, মনোনয়ন দৌড়ে বিএনপিতে কারা এগিয়ে?

বরিশালের ২১ আসন, মনোনয়ন দৌড়ে বিএনপিতে কারা এগিয়ে?

নানা কারণে দেশের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন একটি মাইলফলক হতে চলছে। এই নির্বাচনকে ঘিরে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে আসন্ন এই নির্বাচনের তফশিল এখনো ঘোষণা হয়নি। কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয়। তবুও প্রার্থী বাছাইসহ নির্বচানি মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো।

এরই মধ্যে জামায়াত বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপির এমন কিছু চোখে পড়ছে না। যদিও দলটি মনোনয়ন প্রত্যাশী নেতাদের দৌঁড়ঝাপের চিত্র অনেকটাই প্রকাশ্য হতে চলছে।

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের ছয় জেলার মোট ২১টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের লড়াই। 

যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি লড়াইয়ের কোনো চিত্র, তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছেন সবাই। বিশেষ করে মাঠপর্যায়ের নেতাকর্মীরা। কে কার পক্ষে গেলেন আর কে বিপক্ষে, সেই বিশ্লেষণও চলছে নেপথ্যে। যদিও এসব নিয়ে টেনশনে নেই দলের ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নূরুল ইসলাম মনিসহ প্রভাবশালী পাঁচ নেতা। নির্বাচনি এলাকায় তাদের বিরুদ্ধে মনোনয়ন প্রার্থী নেই বললেই চলে। ২-১ জন যারা আছেন এলাকা কিংবা দলে তাদের নেই তেমন শক্তিশালী অবস্থান।

বরিশাল: জেলার ৬টি নির্বাচনি এলাকার মধ্যে ৫টিতেই মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপনের বিরুদ্ধে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সান্টুর বিরুদ্ধে আছেন কেন্দ্রীয় কমিটির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন। 

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে আছেন ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নাল আবেদিন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের পাশাপাশি মনোনয়ন দৌড়ে আছেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ। 

বরিশাল-৫ (সদর) আসনে সাবেক হুইপ, সিটি মেয়র, জেলা মন্ত্রী ও ৫ বারের এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে আছেন জাতীয় কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, কারানির্যাতিত নেতা এবায়েদুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক এমপি জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ মনোনয়ন যুদ্ধে আছেন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন।

পটুয়াখালী 

সদর আসনে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে আছেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। পটুয়াখালী-২ (বাউফল) এ মনোনয়ন চাইবেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। 

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ছাড়া তেমন কোনো শক্তিশালী মনোনয়ন প্রার্থী না থাকলেও জটিলতা বেঁধেছে গণঅধিকার পরিষদ নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে। জোটবদ্ধ নির্বাচন প্রশ্নে এখানে নুর মনোনয়ন পেলে কপাল পুড়বে হাসান মামুনের। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে এখন পর্যন্ত বিএনপির একক প্রার্থী দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments