মাহে রমজান উপলক্ষে লাকসাম পৌরসভা মহিলা দলের আয়োজনে দোয়া ও ইফতার গতকাল পৌর ৫ নং ওয়ার্ডের পৌরসভা মহিলা দলের প্রস্তাবিত আহ্বায়ক মাহফুজা আক্তার রেখার বাসভবনে অনুষ্ঠিত হয়।
পৌরসভা মহিলা দলের প্রস্তাবিত আহ্বায়ক মাহফুজ আক্তার রেখার সভাপতিত্ব পৌর নয়টি ওয়ার্ড থেকে মহিলা দলের নেত্রীরা অংশগ্রহণ করেন। ৫ নং ওয়ার্ড থেকে তাহরিমা সাইদা নিটোল. ৯ নং ওয়ার্ড থেকে আফরোজা আক্তার রেখা. ১ নং ওয়ার্ড থেকে সাইকা মাকসুদ. ৩ নং ওয়ার্ড থেকে ফরিদা ইয়াসমিন. ৩ নং ওয়ার্ড থেকে সেলিনা আক্তার. ৭ নং ওয়ার্ড থেকে রোকেয়া বেগম. ৯ নং ওয়ার্ড থেকে ফিরোজা বেগম. ১ নং ওয়ার্ড থেকে রাবেয়া বেগম. ৬ নং ওয়ার্ড থেকে নাজনীন আক্তার শাম্মী. ৬ নং ওয়ার্ড থেকে শিল্পী আক্তার. ৫ নং ওয়ার্ড থেকে কুসুম বেগম. ৮ নং ওয়ার্ড থেকে মনোয়ারা বেগম. ২ নং ওয়ার্ড থেকে আয়েশা আক্তার সুমি. ১ নং ওয়ার্ড থেকে রাশেদা বেগমসহ পড়ো ময় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।