Saturday, April 12, 2025
Google search engine
Homeরাজধানীআমরা চাই খানকাগুলো ইকামাতে দ্বীন কায়েম করার কাজে মগ্ন থাকুক: এড. সুজন

আমরা চাই খানকাগুলো ইকামাতে দ্বীন কায়েম করার কাজে মগ্ন থাকুক: এড. সুজন

কুমিল্লার লাকসাম উপজেলার দোগাইয়া চাঁদপুরে সচেতন নাগরিক কমিটির আয়োজনে গণ ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।


শুক্রবার (২৮ মার্চ) দোগাইয়া চাঁদপুরী শাহ মাজার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে লাকসাম সচেতন নাগরিক কমিটির আহবায়ক মহি উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠক আবু বকর জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি)এডভোকেট বদিউল আলম সুজন।

এ সময় তিনি বলেন বাংলাদেশের খানকাগুলো ছিলো দ্বীনি মারকাজ। পীর মাশায়েখগণ এ দেশে ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রেখেছেন। তাই আমরা চাই খানকাগুলো ইকামাতে দ্বীন কায়েম করার কাজে মগ্ন থাকুক।


তিনি আরো বলেন রেজাউল হক চাদপুরী ও তার ভাইয়েরা যদি মাজারে কর্মসূচির নামে লাকসামে ফ্যাসীবাদের পুনর্বাসনে করার চেষ্টা করে, তাহলে তৌহিদী জনতা তাদেরকে ক্ষমা করবে না, পাশাপাশি তার পরিণাম হবে অনেক ভয়াবহ।


এড. সুজন আরো বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী রেজাউল হক চাঁদপুরীর বিচার দাবী এখন বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর গণ দাবীতে পরিণত হয়েছে,আমরা এই ভন্ড পীরবিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলুক স্থাস্তি, পরে।

তিনি সকলকে রিফাইন্ড আওয়ামীলীগ বলে বাংলাদেশের কোন কথার আবির্ভাব যেন কেউ ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।

উক্ত গণ- ইফতার অনুষ্ঠানে আরো,বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা আবুল কাশেম,বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসাইন,বিশিষ্ট রাজনীতিবীদ পেয়ার আহমেদ, ফখরুল ইসলাম মাসুম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments